১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

উজিরপুরে পুলিশকে কামড়েও শেষ রক্ষা হলো না মাদক কারবারি মৃদুলের

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, ০১ এপ্রিল ২০২৩

উজিরপুরে পুলিশকে কামড়েও শেষ রক্ষা হলো না মাদক কারবারি মৃদুলের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পুলিশের হাত থেকে পালানোর জন্য ডিবি পুলিশের সদেস্যকে কামড়ে পালানোর চেষ্টাকালে ২ পল্লীবিদুৎকর্মী ও স্থানীয় জনতার সহয়াতায় ওই মাদক করবারিকে ৯৫ পিস ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ। ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর কলেজ রোড়ে স্ব মিলের সামনে শনিবার ((১ এপ্রিল )বিকাল ৪ টার দিকে।

স্থানীয়রা জানিয়েছে, বরিশাল ডিবি পুলিশের এসআই কাজী ওবায়দুল কবিরের নেতৃত্বে ৩ পুলিশ সদেস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সরকারি শিকারপুর শেরে বাংলা কলেজ এলাকায় শিউলি মেম্বরের বাসার পাশে সমিলের সামনে মাদক বিক্রিকালে উপজেলার হস্তিসুন্ড গ্রামের সাহেব আলী মৃধার পুত্র মৃদুল হাসান নাইমকে (২২) ৯৫ পিস ইয়াবাসহ আটক করে। এ সময় মাদক কারবারি মৃদুল পুলিশের হাত থেকে নিজেকে রক্ষার চেষ্টায় সোহাগ নামক এক পুলিশ সদেস্যকে কামড় দিয়ে পালানোর চেষ্টা করে। তখন উজিরপুর পল্লীবিদুৎ সদস্যরা এগিয়ে এলে পুলিশ মাদক কারবারি মৃদুলকে আটক করে এবং তার কাছ থেকে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করে।

এ ঘটনায় বরিশাল জেলা ডিবি পুলিশের এসআই ওবায়দুল কবির বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি মামলা করেছেন।

উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।’

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন