২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

উজিরপুরে বিএনপির ৫৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৩৬ অপরাহ্ণ, ০৯ ডিসেম্বর ২০২২

উজিরপুরে বিএনপির ৫৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালের উজিরপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির ২৪ নেতাকর্মীর নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতকাল রাতেই ধামুরা এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি সোহান হোসেন ঢালী (৪০) এবং রাজীব মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসান বরিশালটাইমসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আজ শুক্রবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার সোহান হোসেন ঢালী কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহামুদ জুয়েলের বড় ভাই।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার-ধামুরা সড়কের খোলনা ফোরকানিয়া মাদ্রাসার সামনে ৮ ডিসেম্বর রাতে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় ওই রাতেই উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সজীব হোসেন বাদী হয়ে সোহান হোসেন ঢালী, শোলক ইউনিয়ন বিএনপির সদস্য রাজীব মজুমদারসহ বিএনপির ৫৪ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছেন।

উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাজেদ তালুকদার অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা রাতের আঁধারে বোমার বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করতে পুলিশকে দিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর নামে মিথ্যা মামলা করিয়েছে।’

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন