২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

উজিরপুরে ৫ উপজেলার সাংবাদিকদের শোকসভা-দোয়া মোনাজাত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৩৩ অপরাহ্ণ, ১৯ জানুয়ারি ২০২১

নিজস্ব প্রতিবেদক, উজিরপুর:: বরেণ্য সাংবাদিক ও দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমানের  স্মরণে বরিশালের উজিরপুর রিপোর্টার্স ইউনিটির আয়োজনে জেলার পাঁচ উপজেলার পেশাজীবী সাংবাদিকদের নিয়ে শোকসভা-দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা কলেজ গেইট সংলগ্ন উজিরপুর রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির সভাপতি দৈনিক আমার সংবাদ’র প্রতিনিধি মো. জহির খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরদার সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান আলোচক ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক প্রথম আলোর প্রতিনিধি জহুরুল ইসলাম জহির।

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধকালীন বেইজ কমান্ডার ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান খান। এছাড়া সদ্য প্রয়াত বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমান খানের স্মৃতিচারণ করে শোকসভায় বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক জনকন্ঠ বরিশালের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক ও বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক সমকালের প্রতিনিধি আরিফ আহম্মেদ মুন্না, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. শামীমুল ইসলাম, দৈনিক কালের কন্ঠ’র আগৈলঝাড়া-উজিরপুর প্রতিনিধি ওমর আল সানী, বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজ’র প্রতিনিধি মো. সুজন মোল্লা, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি দৈনিক দখিনের মুখ’র প্রতিনিধি মো. খাইরুল ইসলাম, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি দৈনিক কলমের কন্ঠ’র প্রতিনিধি বাসুদেব পারুয়া, উজিরপুরের বিশিষ্ট সাংষ্কৃতিক ব্যক্তিত্ব গুঞ্জন সংগীত একাডেমীর প্রতিষ্ঠাতা মো. ফরিদ হোসেন।

পরে সাহসী ও নির্ভীক সাংবাদিক মিজানুর রহমান খানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ওই শোকসভায় মোনাজাত পরিচালনা করেন পৌর সদরের জামিয়া কারিমিয়া মুসলিমপাড়া কওমী মাদরাসার শিক্ষক মাওলানা মো. নাসির উদ্দিন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উজিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সহ-প্রচার সম্পাদক হাসান মাহামুদ, দ্যা পিপলস টাইমস’র বরিশাল ব্যুরো মো. লিজন, আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. সাইফুল ইসলাম, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ননী গোপাল, বিমানবন্দর প্রেসক্লাবের প্রচার সম্পাদক মো. আল-আমিন, বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জাকির হোসেন, শিক্ষানবীশ আইনজীবী সাকলাইন হোসেন খান, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি কমল বাড়ৈ পুলক, ক্রীড়া সম্পাদক মোঃ রাসেল খান, কার্যনির্বাহী সদস্য দিলীপ কুমার মন্ডল, তানভীর ইসলাম, মো. জাহাঙ্গীর হোসাইন নুরুল্লাহ, শাকিল আহম্মেদসহ স্থানীয় বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন