২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

এই ব্যক্তিকে ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, ০৩ নভেম্বর ২০১৮

মো. কালাম খান (৫০) একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। সাম্প্রতিকালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন বরিশালের একটি আদালত। কিন্তু তিনি খুলনা জেলায় অবস্থান নিয়ে আত্মগোপনে রয়েছেন।

বরিশালের বাসিন্দা কাশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী হোসেন হাওলাদারের অর্ধকোটি আত্মসাতের অভিযোগ তার বিরুদ্ধে।

অবশ্য ইতিমধ্যে মামলার বাদী ব্যবসায়ি আলী হোসেন ঘোষণা দিয়েছেন পলাতক কালাম খানকে ধরিয়ে দিলে নগদ ১ লাখ টাকা তাকে পুরস্কার দেবেন।

পলাতক কালাম খান ঝালকাঠি জেলার কৃষ্ণকাঠি গ্রামের মৃত মালেক খানের ছেলে। কিন্তু তিনি থাকেন খুলনা জেলার তেরখাদা থানার মোকামপুর গ্রামে।

মেসার্স আলী অ্যান্ড ব্রাদার্সের মালিক আলী হোসেন হাওলাদার জানিয়েছেন- তার ইটভাটায় কয়লা দেওয়ার প্রতিশ্রæতি দিয়ে অর্ধকোটি টাকা হাতিয়ে নেয় প্রতারক কালাম খান। এই ঘটনায় তিনি গত বছর বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালতে একটি মামলা করেন।

সেই মামলায় প্রতারক কালাম খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেন আদালত। কিন্তু এর আগ থেকেই পলাতক রয়েছেন তিনি।

যে কারণে উপায়ান্ত না পেয়ে মামলার বাদী আলী হোসেন অভিযুক্তকে পুলিশের কাছে ধরিয়ে দিলে ১ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন।

যোগাযোগ
মেসার্স আলী হোসেন হাওলাদার
সাবেক চেয়ারম্যান, কাশিপুর ইউনিয়ন, বরিশাল সদর।
মোবাইল : ০১৭১১-৩৫৬৮৭৭

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন