২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

একজনকে দিয়ে দুই বন্দিকে নিয়ে গেল ভারত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৪৩ অপরাহ্ণ, ১১ নভেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, অনলাইন:::  নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে ভারত-বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) এ বন্দি বিনিময় করা হয়। বন্দিদের মধ্যে ভারতের দুইজন এবং বাংলাদেশের একজন।

বিজিবি সূত্র জানায়, বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক ভারতের মেঘালয় রাজ্যের সাউথ গারো হিল জেলার রংরা উপজেলার ইম্বুলকা গ্রামের মৃত কৃতিন্দ্র মারাকের ছেলে জিকুস সাংমা ও কিন্দু এ সাংমা নেত্রকোনা জেলা কারাগারে আটক ছিলেন। তাদের সাজার মেয়াদ শেষ হওয়ায় তাদের বাংলাদেশের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত বিওপির ১১৫২ নং পিলারের বিজয়পুর এলসি স্টেশন পথ দিয়ে ফেরত দেয়া হয়।

একই সময় ভারতে আটক বাংলাদেশি নাগরিক কলমাকান্দা উপজেলার গাঁওবাড়ি গ্রামের মাইকেল সাংমার ছেলে ফ্যাংমান সাংমাকে (৩৫) ফেরত দেয় ভারত। ফ্যাংমান গত ১৯ অক্টোবর ভারতে অনুপ্রবেশের দায়ে আটক হন।

এ সময় বিজিবির বিজয়পুর কোম্পানি কমান্ডার সুবেদার শাহা আলম এবং ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের বাঘমারা কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন।

বন্দি বিনিময়ের বিষয়টি বিজিবি ৩১ ব্যাটালিয়ান নেত্রকোনার উপ-অধিনায়ক মোহাম্মাদ মাহমুদুল হাসান নিশ্চিত করেছেন।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন