২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

এক মাস ধরে মালয়েশিয়ার মর্গে কামরুল, অভিভাবক পাচ্ছে না দূতাবাস

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:০৬ অপরাহ্ণ, ০৭ জুলাই ২০১৯

মালয়েশিয়ার সুঙ্গাইবুলু হাসপাতাল মর্গে এক মাস ধরে পড়ে আছে কামরুল ইসলাম (২৬) নামের এক বাংলাদেশির মরদেহ। এখন পর্যন্ত তার অভিভাবক খুঁজে না পাওয়ায় মরদেহ দেশে পাঠানো যাচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

এ বিষয়ে সুঙ্গাইবুলু জেলখানা থেকে চিঠি দিয়ে বাংলাদেশ হাইকমিশনকে জানানো হয়, কামরুল ইসলাম, পিতা, আনারুল ইসলাম, সুঙ্গাইবুলু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। কিন্তু কামরুলকে বাংলাদেশি হিসেবে উল্লেখ করলেও জেল কর্তৃপক্ষ তার পাসপোর্ট অথবা পরিচিতজনের তথ্য দিতে পারেনি।

এদিকে গত ১ জুলাই মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের শ্রমশাখার প্রথম সচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল স্বাক্ষরিত এক নোটিশ প্রচার করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, নাগরিকত্ব নিশ্চিত এবং মরদেহের দাবিদার না পাওয়া পর্যন্ত কামরুল ইসলামের মরদেহ দেশে পাঠানো সম্ভব নয়। এমতাবস্থায় মৃত ব্যক্তির বিষয়ে হাইকমিশন পরিচয় নিশ্চিত করতে অনুন্ধান চলছে।

পাশাপাশি পরিচিতজন বা স্বজনদের কামরুল ইসলামের মরদেহ শনাক্তে হাইকমিশনে যোগাযোগ করতে বলা হয়েছে।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন