২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

এতিম শিশুদের ঈদ পোশাক দিলেন বরিশাল সিটি মেয়র

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, ০৩ জুন ২০১৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ঈদের আনন্দ ধনী-গরিব সবাই ভাগাভাগি করে নিতে নতুন পোশাক চাই-ই চাই। যদিও এতিম ও দুস্থদের ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটে অনেকটা সময়ই।

তবে এবারের ঈদুল ফিতরে বরিশালে থাকা সমাজকল্যাণ অধিদফতরের আওতাধীন বিভিন্ন এতিমখানার শিশুরা কোনোভাবেই নতুন পোশাক থেকে বঞ্চিত হবে না। সরকারের পক্ষ থেকে নতুন পোশাক দেওয়ার পাশাপাশি এবার সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবত সাদিক আব্দুল্লাহর পক্ষ থেকেও এতিম, অসহায় ও দুস্থ এসব শিশুদের এবার ঈদের জন্য নতুন পোশাক দেওয়া হয়েছে।

সোমবার (০৩ জুন) বিষয়টি নিশ্চিত করে সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগের কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু বলেন, বরিশালের সরকারি শিশু পরিবার বালিকা (দক্ষিণ), সরকারি শিশু পরিবার বালিকা (উত্তর), সরকারি শিশু পরিবার বালক, দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় এবং নারী ও শিশু-কিশোরীদের নিরাপদ হেফাজত কেন্দ্রের ৩৯১ জন শিশুকে ঈদের নতুন পোশাক দেওয়া হয়েছে।

পাশাপাশি শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্রের ১৮০ জন শিশুকে ঈদের নতুন পোশাক দেওয়া হয়েছে।

এসব পোশাক বিতরণকালে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহের সঙ্গে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন