২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

এপ্রিলের শুরুতেও গরম আবহাওয়া থাকবে, আবহাওয়া অধিদপ্তর

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, ২৮ মার্চ ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: অর্ধমাস পরেই বিদায় নিবে বসন্ত। বতাসে বইবে গ্রীষ্মের খরতাপ। ইতোমধ্যেই বাতাসে বইছে মৃদু তাপপ্রবাহ। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়ার আভাসই দিয়েছে আবহাওয়া বিভাগ।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ফরিদপুরে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, সিলেট, পাবনা, খুলনা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, বরিশাল, পটুয়াখালী ও ভোলা অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এপ্রিলের শুরুতেও গরম আবহাওয়া থাকবে।

এ দিকে এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে ২ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় হতে পারে বলেও আভাস দিয়ে রেখেছে আবহাওয়া অফিস।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন