২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

এবার আরেক কলেজের মেধা তালিকায় সানি লিওন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, ২৮ আগস্ট ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন:: বলিউড অভিনেত্রী ও সাবেক পর্ণ তারকা সানি লিওনের নাম আবারও একটি কলেজের মেধা তালিকায়। তবে এবার ভর্তি পরীক্ষায় নয়, অনার্সে বাংলা বিভাগের প্রথম বর্ষে মেধা তালিকায় নাম উঠেছে তার। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত আশুতোষ কলেজে ইংরেজি বিভাগের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান লাভের পর এবার দেশটির আরেকটি কলেজের মেধা তালিকায় নাম উঠে আসলো।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, আজ শুক্রবার বজবজ কলেজের ওয়েবসাইটে কলেজটির ফলাফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলে দেখা যায়, অনার্সে বাংলা বিভাগের প্রথম বর্ষের মেধা তালিকায় ১৮৩ নম্বরে রয়েছে সানি লিওনের নাম। কলেজটিতে তার ফর্ম নম্বর-২০২০৫৬১২৫৩৯।

বিষয়টি সামনে আসতেই কলেজে ভর্তির প্রক্রিয়া নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়। প্রশ্ন ওঠে, এটা কী নিছকই অনিচ্ছাকৃত ভুল? নাকি কেউ ইচ্ছাকৃতভাবে তালিকায় সানি লিওন নাম ঢুকিয়ে দিয়েছেন? এত বড় একটা ঘটনা কলেজ কর্তৃপক্ষের নজর এড়িয়ে গেল কীভাবে, সেটি নিয়েও প্রশ্ন ওঠে।

এদিকে, আশুতোষ কলেজের ইংরেজি অনার্সের মেধা তালিকায় নাম থাকার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে পৌঁছে যায় সানির কাছে। বিষয়টি হালকাভাবেই নিয়েছেন তিনি। মজা করে সানি টুইটারে লেখেন, ‘পরের সেমিস্টারে দেখা হচ্ছে তাহলে। আশা করছি, আমার ক্লাসেই থাকবে তোমরা।’

অপরদিকে বজবজ কলেজের মেধা তালিকা নিয়ে সমালোচনা শুরু হওয়ার পর বজবজ কলেজ কর্তৃপক্ষ মেধা তালিকা থেকে সানি লিওনের নাম সরিয়ে নিয়েছে। তবে কলেজ কর্তৃপক্ষ থেকে এখনো এ ঘটনায় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন