২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

এমপি পাপুলের মামলা তদন্তে হস্তক্ষেপ করবে না বাংলাদেশ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৩০ অপরাহ্ণ, ০৯ জুন ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: এমপি পাপুলের বিরুদ্ধে কুয়েতের অর্থপাচার মামলার তদন্তে বাংলাদেশ হস্তক্ষেপ করবে না। এ কথা জানিয়েছেন, কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবুল কালাম আজাদ।

এ আগে গত শনিবার কুয়েতে গ্রেপ্তার হন বাংলাদেশের লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী শহীদ ইসলাম পাপুল। মানবপাচার ও অর্থপাচারের অভিযোগে কুয়েতের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি।

শনিবার রাতে কুয়েতের সিআইডি সদস্যরা মুশরেফ আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে। কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছিলেন।

কুয়েতের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, দেশটিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে ১০০ জনেরও বেশি ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের গ্রেপ্তার করেছে সরকারের গোয়েন্দা বিভাগ। বাংলাদেশের সংসদ সদস্য কাজী পাপুলের নামও এই তালিকায় ছিল।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন