২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

এমভি প্রিন্স অব রাসেল যাত্রীঠাসা করে ছুটছে ঢাকার পথে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:২২ অপরাহ্ণ, ০১ জুন ২০২০

বার্তা পরিবেশক, চরফ্যাসন:: করোনা পরিস্থিতি মোকাবেলায় দীর্ঘ দুই মাসের বেশী দিন বন্ধ থাকার পর চালু হয়েছে ভোলার চরফ্যাসন উপজেলার সাথে ঢাকাসহ বিভিন্ন নৌ রুটে লঞ্চ চলাচল। স্বাস্থ্যবিধি মেনে চলার শর্ত সাপেক্ষে লঞ্চ চলাচলের কথা থাকলেও লঞ্চ কর্তৃপক্ষ নিশ্চিত করছে না কোনো স্বাস্থ্যবিধি। আবার অধিকাংশ যাত্রীও সতর্কতা অবলম্বন না করায় করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। অনেক যাত্রীই মানছেন না কোন স্বাস্থ্যবিধি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোলার চরফ্যাসন উপজেলার ঘোষেরহাট লঞ্চঘাটে সোমবার দুপুরে ছিলো যাত্রীদের উপচেপড়া ভিড়। কে কার আগে লঞ্চে উঠবে তা নিয়ে ছিলো এক ধরনের প্রতিযোগিতা। যাত্রীরা হুড়োহুড়ি ও গায়ের সাথে গা মিশে লঞ্চে উঠে। বিকাল সাড়ে ৪টায় চরফ্যাসন ঘোষেরহাট ঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিলো এমভি প্রিন্স অব রাসেল-৫ নামে একটি যাত্রীবাহী লঞ্চ। কিন্তু ২টা ৩০ মিনিটেই প্রায় তিন হাজার যাত্রী নিয়ে লঞ্চটি ঘাট থেকে ছেড়ে যায়।

সরেজমিনে দেখা গেছে, যাত্রীদের মধ্যে করোনা প্রতিরোধে কোনো ধরনে সতর্কতা অবলম্বন করতে দেখা যায়নি। অনেক যাত্রীর ছিলো না মাস্ক। আবার কেউ কেউ মাস্ক পড়লেও তা ছিল মুখের নিচে লাগানো। অপর দিকে লঞ্চ কর্তৃপক্ষকেও কোন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি।

এমভি প্রিন্স অব রাসেল-৫ লঞ্চের স্টাফ মোঃ রিপন দাবি করেন- তারা বিধি মেনেই লঞ্চ চলাচল করছে। তবে যাত্রীরা স্বাস্থ্যবিধি না মেনে যাতায়াত করলে আমাদের কী করার আছে প্রশ্ন রাখেন।

এ ব্যাপারে বিআইডব্লিউটিএ’র ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক মো: কামরুজ্জামান বরিশালটাইমসকে জানান, লঞ্চগুলোকে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করতে হবে। কেউ তা না মানলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন