২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

এলিয়েনরা পৃথিবী ঘুরে গেছে, আমরা দেখতে পাইনি : নাসা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৪৪ অপরাহ্ণ, ০৮ ডিসেম্বর ২০১৮

ভিনগ্রহের বাসিন্দা অর্থাৎ এলিয়েনরা পৃথিবীতে এসে ঘুরে গেছেন কিন্তু আমরা তাদের দেখতে পাইনি। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানী সিলভানো পি কলম্বানো তার সম্প্রতি প্রকাশিত এক গবেষণাপত্রে এমনটাই দাবি করেছেন।

নাসার অ্যামস রিসার্চ সেন্টারের কম্পিউটার বিজ্ঞানী কলম্বানো কেন আমরা এলিয়েনদের দেখতে পাইনি তার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ‘ভিনগ্রহের বাসিন্দাদের যে ছবি আমরা এত দিন ভেবেছি, মনে মনে যে ছবি এঁকেছি, তার সঙ্গে ভিনগ্রহীদের চেহারার কোনো মিল নেই।

কলম্বানো আরও বলেন, ‘আমরা ভেবে এসেছি এলিয়েনদের শরীর কোনো কার্বন যোগ দিয়ে গড়া। আদৌ হয়তো তা নয়। তাই পৃথিবী ঘুরে গেলেও আমরা এলিয়েনদের দেখতে পাইনি।’

নাসার প্রকাশিত ওই গবেষণা নিবন্ধে কলম্বানো লিখেছেন, ‘এলিয়েনদের সম্পর্কে আমাদের ধ্যানধারণায় গলদ রয়েছে। আমরা মহাকাশের বিভিন্ন স্থানে যাওয়ার পরিকল্পনা করছি। অনেক জায়গায় হয়তো যেতেও পারছি। কিন্তু এলিয়েনরাও যে পৃথিবীতে ঘুরে বেড়াতে পারে বা তাদের সেই ভ্রমণ যে আমাদেরও আগে শুরু হয়ে থাকতে পারে, এটা আমরা মাথায় রাখছি না।’

কলম্বানো অবশ্য আরও একটি ব্যাখ্যা দিয়েছেন, ‘এলিয়েনরা হলো সুপার ইন্টেলিজেন্ট বা অত্যন্ত বুদ্ধিমান। তাদের শরীরের গঠন অন্যরকম কিংবা খর্বাকৃতির হতে পারে। এলিয়েনদের দেখার মতো কোনো প্রযুক্তি এখনও আমাদের হাতে আসেনি। তাই হয়তো আমাদের চোখে পড়েনি তারা।’

মানুষের প্রযুক্তিগত সীমাবদ্ধতা বোঝাতে গিয়ে কলম্বানো বলেছেন, ‘মানবসভ্যতার প্রযুক্তির বয়স তো মাত্র ১০ হাজার বছর। তাছাড়া বিজ্ঞানের আবিষ্কারও তো ৫০০ বছরের বেশি পুরনো নয়। তার চেয়ে অনেক অনেক উন্নত প্রযুক্তি থাকতে পারে এলিয়েনদের হাতে। যা দিয়ে তারা নিয়ে আমাদের চোখকে ফাঁকি দিচ্ছে।’

নাসার অ্যামস রিসার্চ সেন্টারের কম্পিউটার বিজ্ঞানী কলম্বানো গবেষণা নিবন্ধের শেষে বলেছেন, এলিয়েনদের দেখা পাওয়ার আগে তাদের সম্পর্কে আমাদের বদ্ধমূল ধারণা থেকে সরে আসা দরকার।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন