২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, ১৫ ডিসেম্বর ২০১৮

শুক্রবার (১৪ ডিসেম্বর) সকালে ঢাকার শহীদ বেদীতে সাংবাদিকেদের সাথে ঘটে যাওয়া ঘটনায় ড. কামাল হোসেনের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি অভিযোগ করেছেন দৈনিক বাংলাদেশ সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষক মিঠুন মোস্তাফিজ। তিনি শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় থানায় একটি লিখিত অভিযোগ করলে তা সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করে ইবি থানা।

বিষয়টি নিশ্চিত করে থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন- ‘অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করেছি। যেহেতু ঘটনাস্থল ঢাকায় তাই এটি ডিএমপির দারুস সালাম থানায় হস্তান্তর করা হবে।’

তবে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বলেন, ‘আমি এখনও কুষ্টিয়া থেকে এ ধরনের কোনো ফরোয়ার্ড জিডি পাইনি।’

অভিযোগে ওই শিক্ষক উল্লেখ করেন, ‘আজ (শুক্রবার) ঢাকায় শহীদ বেদীতে ড. কামাল হোসেনকে আগামী নির্বাচনে জামায়াতের প্রশ্নে ঐক্যফ্রন্টের অবস্থান নিয়ে প্রশ্ন করলে তিনি সাংবাদিকদের সম্মানহানি করেন। এমনকি তিনি সাংবাদিকদের হুমকি ও ভয়-ভীতি দেখান।’

অভিযোগকারী শিক্ষক মিঠুন মোস্তাফিজ বলেন, ‘জাতির এ ক্রান্তিকালে তিনি ডিজিটাল ডিভাইসে সরাসরি সম্প্রচাররত অবস্থায় সাংবাদিকদের সম্মানহানি করেছেন এবং ভীতি প্রদর্শন করেছেন। যা একজন সাংবাদিক হিসেবে আমার জন্যও লজ্জাস্কর।’

অভিযোগকারী মিঠুন মোস্তাফিজ সিরাজগঞ্জ-৩ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন।’

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন