২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ওএমএসের চাল গরুকে খাওয়াচ্ছিলেন মেম্বর!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, ২৭ মে ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন:: হতদরিদ্রদের মধ্যে বিতরণের জন্য ১০ টাকা কেজি দরের চাল আত্মসাৎ করে নিজের গরুকে খাওয়াচ্ছিলেন এক ইউপি সদস্য। ৬ মাস ধরে তিনি চাল উত্তোলন করছিলেন।

এই ইউপি সদস্য হলেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. বোরহান উদ্দিন। তাঁকে দুই মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমত আরা আদালত পরিচালনা করেন।

ইউএনও জানান, হতদরিদ্রদের মধ্যে বিতরণের জন্য ১০ টাকা কেজি দরের চাল আত্মসাৎ করে ওই ইউপি সদস্য তাঁর গরুকে খাওয়ানোর কথা স্বীকার করেছেন। তাই তাঁকে দুই মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি জানান, ওই ইউপি সদস্য ছয় মাস ধরে চাল উত্তোলন করছিলেন। এ তথ্য পেয়ে তদন্ত করে প্রমাণ পাওয়া যায়। পরে তাঁকে শাস্তির আওতায় আনা হয়।

ইউএনও জানান- এ বিষয়ে একটি প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যেহেতু তিনি একজন জনপ্রতিনিধি, তাঁর বিষয়ে আর কোনো সিদ্ধান্ত নেওয়ার হলে তারাই নিতে পারে।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন