১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কঠোর সরকার: ‘নিবন্ধনহীন মোটরসাইকেল বাইরে বের হতে পারবে না’

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:১০ অপরাহ্ণ, ২০ জুন ২০২১

কঠোর সরকার: ‘নিবন্ধনহীন মোটরসাইকেল বাইরে বের হতে পারবে না’

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> নিবন্ধনহীন মোটরসাইকেলের বিষয়ে কঠোর হচ্ছে সরকার। নিবন্ধন ছাড়া মোটরসাইকেল নিয়ে যাতে কেউ বাইরে বের হতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রোববার (২০ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, মোটরসাইকেলে তিন-চারজন করে উঠছেন। মাঝে মধ্যে দুর্ঘটনার শিকার হচ্ছেন বা দুর্ঘটনার কারণ হয়ে যাচ্ছেন। দুইজনের বেশি মোটরসাইকেলে কেউ উঠতে পারবেন না। বুয়েটের বিশেষজ্ঞরা দুর্ঘটনা নিয়ে বিস্তারিত টেকনিক্যাল রিপোর্ট আমাদের দেবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সড়কে যানবাহন বেড়েছে। তবে দুর্ঘটনা খুব বেড়েছে বলে রিপোর্ট নেই। তবে দুর্ঘটনা হচ্ছে। দুর্ঘটনা কমানোর জন্য বিশেষজ্ঞরা প্রতিবেদন দেবেন। সেটা ফলো করার জন্য আমরা রেডি হচ্ছি। দুর্ঘটনা ঘটার অনেকগুলো কারণ আমরা চিহ্নিত করেছি।

সভায় সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান, সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. মসিউর রহমান রাঙা, পুলিশ মহাপরিদর্শক  বেনজীর আহমেদসহ টাস্কফোর্সের অন্যান্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন