২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কবি হেনরী স্বপনের মুক্তির দাবি জানালো পেন বাংলাদেশ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৩৬ অপরাহ্ণ, ১৫ মে ২০১৯

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের মামলায় কবি হেনরী স্বপনকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছে পেন বাংলাদেশ। বুধবার (১৫ মে) পেন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অবিলম্বে তার মুক্তির দাবি করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী একটি সংস্থা হিসেবে পেন বাংলাদেশ এই ঘটনার তীব্র নিন্দা জানায়। আমাদের দেশ যা ভাষাগত, সংস্কৃতি ও মতাদর্শগত ঐতিহাসিক সংগ্রামের মধ্য দিয়ে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। বিশেষ করে এমন একটি দেশ যাকে বিশ্ব চেনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ের মাধ্যমে। যে জাতির ভিত্তি ভাষার অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে হয়েছে সে জাতির ভাষ্য প্রকাশের বিরুদ্ধে দাঁড়ানো সমীচীন নয়। তাই পেন বাংলাদেশ হেনরী স্বপনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছে।

মঙ্গলবার (১৪ মে) বরিশাল নগরীর নবগ্রাম রোডের খ্রিস্টান কলোনি থেকে হেনরী স্বপনকে গ্রেফতার করা হয়। পরে বিকালে আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।’

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন