২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কমলা রঙের অদ্ভ‌ুত পাখি ঘিরে জল্পনা, অতঃপর…!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, ১০ জুলাই ২০১৯

কমলা রঙের এক অদ্ভ‌ুত সুন্দর পাখি অবাক করে দেয় ইংল্যান্ডের প্রাণী রক্ষা কেন্দ্রের কর্মীদের। সম্পূর্ণ নতুন ধরনের এই পাখি কোন প্রজাতির তা জানতে গবেষণাও শুরু হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত যে তথ্য সামনে এল তাতে আরও বেশি অবাক গবেষকরা।

একটি কমলা রঙের পাখি উদ্ধার করে ইংল্যান্ডের টিগিউইকংলস ওয়াইল্ড লাইফ হসপিটালে নিয়ে যান কয়েকজন প্রাণীরক্ষা কর্মী। বাকিংহামশায়ারের হাইওয়ের ধার থেকে পাখিটাকে উদ্ধার করা হয়। কিন্তু ভালো করে পরীক্ষা করে প্রাণী চিকিত্‍সকরা বুঝতে পারেন যে কোনো নতুন ধরনের পাখি নয়, উজ্জ্বল কমলা রঙের ওই পাখি আসলে তরকারিতে চোবানো সিগাল।

হলুদ দেওয়া কোনো তরকারি পাখিটির গায়ে কোনো ভাবে পড়ে গিয়েছিল বলে মনে করা হচ্ছে। তার ফলেই এই রং ধরে যায় সিগালটির গায়ে। তবে পাখিটির গায়ে কীভাবে তরকারির রং লাগে, তা এখনও বোঝা যাচ্ছে না। শারীরিক ভাবে সিগালটি সম্পূর্ণ সুস্থ।

9 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন