২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

করোনাভাইরাস: রোববার থেকে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, ০২ এপ্রিল ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: ওএমএস কার্যক্রমের আওতায় প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত চাল বিক্রি করা হবে
করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী চলমান শাটডাউনের মধ্যে দরিদ্র মানুষের সহায়তায় রবিবার থেকে দেশের সব শহর ও জেলা শহরগুলোতে বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রমের আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করতে যাচ্ছে সরকার।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে খাদ্য মন্ত্রণালয়।

ওএমএস কার্যক্রমের আওতায় প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত চাল বিক্রি করা হবেওএমএস কার্যক্রমের আওতায় প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত চাল বিক্রি করা হবেওএমএস কার্যক্রমের আওতায় প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত চাল বিক্রি করা হবেওএমএস কার্যক্রমের আওতায় প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত চাল বিক্রি করা হবে।
জাতীয় পরিচয়পত্র দেখিয়ে একজন ব্যক্তি সপ্তাহে সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারবেন।

ঢাকার প্রতিটি কেন্দ্রের জন্য প্রতিদিন ৩ মেট্রিক টন এবং ঢাকার বাইরে প্রতি কেন্দ্রের জন্য ২ মেট্রিক টন চাল বরাদ্দ করা হবে।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন