২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

করোনাভাইরাস: লন্ডনের পর সিঙ্গাপুরে ফেসবুক অফিস বন্ধ ঘোষণা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৫৬ অপরাহ্ণ, ০৭ মার্চ ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন:: চীনের সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। মহামারী এই ভাইরাসে সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। এতে মারা গেছে ৩ হাজার ৭০ জন ব্যক্তি যার বেশিরভাগই চীনে। কভিড-১৯ নামের এ ভাইরাসে চীনের বাইরে মারা গেছে ২৬৭ জন।

এদিকে, করোনা আতঙ্কে লন্ডনের পর সিঙ্গাপুরেও বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। ফেসবুকের একজন মুখপাত্র বলছেন, গেলো মাসের শেষ সপ্তাহে ফেসবুকের সিঙ্গাপুর অফিসের বেশ কিছু কর্মী লন্ডনের অফিসে ভ্রমণ করেছিলেন। এর জের ধরে করোনা ঝুঁকি এড়াতে অফিস বন্ধ করা হয়েছে।

ফেসবুক অফিস বন্ধকালীন সময়ে জীবাণু মুক্ত করার জন্য পুরো অফিস পরিষ্কারকরণের কাজ করা হবে। আগামী ৯ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে ফেসবুকের দুটি অফিসের কার্যক্রম। এই সময়ে আগামী ৯ তারিখ পর্যন্ত ঘরে বসে কাজ করার কথা জানিয়েছে লন্ডন ফেসবুক অফিস। আর চলতি মাসের ১৩ তারিখ পর্যন্ত ঘরে বসে কাজ করার কথা জানিয়েছে সিঙ্গাপুর ফেসবুক অফিস।

ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ বলছে, লন্ডন এবং সিঙ্গাপুর ফেসবুকের দুইটি অফিস যেখানে প্রথম করোনা শনাক্ত রোগী পাওয়া গিয়েছে। গত বৃহস্পতিবার ওয়াশিংটনের সিয়াটলে করোনা আতঙ্কে সেখানকার ফেসবুকের অফিস বন্ধ করা হয়েছে।

ফেসবুকের পক্ষ থেকে করোনা ঝড় থেকে বাঁচতে কর্মীদের ঘরে বসে কাজ করার বিষয়ে উৎসাহ দেওয়া হচ্ছে।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন