১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

করোনার ভুয়া সনদ দেওয়া ডাক্তার সাবরিনা অবশেষে গ্রেপ্তার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:৪৯ অপরাহ্ণ, ১২ জুলাই ২০২০

বিশেষ বার্তা পরিবেশক:: প্রাণঘাতী করোনাভাইরাস নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট ডেলিভারি দেওয়া ডাক্তার সাবরিনা আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে এনে রোববার (১২ জুলাই) দুপুরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার দেখিয়েছে।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, তদন্তে জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সম্প্রতি ভুয়া করোনা রিপোর্ট তৈরির জন্য আরিফ চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়- জেকেজি হেলথকেয়ার থেকে ২৭ হাজার রোগীকে করোনার টেস্টের রিপোর্ট দেওয়া হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৫৪০ জনের করোনার নমুনার আইইডিসিআরের মাধ্যমে সঠিক পরীক্ষা করানো হয়েছিল। বাকি ১৫ হাজার ৪৬০ জনের রিপোর্ট প্রতিষ্ঠানটির ল্যাপটপে তৈরি করা হয়। উদ্ধার করা ল্যাপটপে এর প্রমাণ মিলেছে।

আরিফ চৌধুরী জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেন জেকেজির ৭/৮ কর্মী ভুয়া রিপোর্ট তৈরি করতেন।’

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন