২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

করোনা রোগীদের সঙ্গে বসবাস, তবুও আক্রান্ত হননি গৃহবধূ!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৪৯ অপরাহ্ণ, ০৮ আগস্ট ২০২০

মোঃ জসীম উদ্দিন, বাউফল:: পটুয়াখালীর বাউফলের এক মুক্তিযোদ্ধা পরিবারের ৬ সদস্যের মধ্যে পাঁচ সদস্যই প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে করোনার রোগীর সঙ্গে বসবাস করলেও করোনায় আক্রান্ত হননি ওই পরিবারের গৃহবধু তাসলিমা শাহরিন রোজি।

বাউফল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুক্তিযোদ্ধা এবিএম ফখরুল ইসলামের একমাত্র পুত্রবধূ তিনি। শনিবার (৮ আগস্ট) সকালে প্রাপ্ত করোনা রিপোর্টে ওই পরিবারের পাঁচজন সদস্যের মধ্যে তিনি ব্যতীত অন্য চারজন সদস্যের করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হয়। আক্রান্তরা হলেন- রোজির শ্বশুড় মুক্তিযোদ্ধা এবিএম ফখরুল ইসলাম (৬৭), শ্বাশুড়ি ভিকারন্নেছা (৬০), ছেলে মোঃ মকিমুল ইসলাম (১২) ও মেয়ে সাবরিনা ইসলাম (৭)।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আখতারুজ্জামান এ তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করে জানান, গত ২৮ শে জুলাই গৃহবধূ রোজির স্বামী বাউফল পৌরসভার সহকারি প্রকৌশলী মাঈনুল ইসলাম সুমন (৩৭) পরিবারের মধ্যে প্রথম করোনা আক্রান্ত হন। পরে গত মঙ্গলবার ওই পরিবারের পাঁচ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে গৃহবধু রোজি ব্যতিত অন্য চারজনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন