২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

করোনায় আক্রান্ত মমতার মন্ত্রী সুজিত বসু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, ২৯ মে ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার তার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

সুজিত বসু বাড়ির গৃহকর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন। এই খবর প্রকাশ্যে আসার পর মন্ত্রীর পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা করা হয়। আর পরীক্ষায় মন্ত্রীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। তবে তার পরিবারের অন্যান্যরা সংক্রামিত হয়েছেন কিনা, তা জানা যায়নি।

সুজিত বসু হচ্ছেন মমতার রাজ্যের প্রথম মন্ত্রী যার শরীরে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়লো। তবে আক্রান্ত হলেও তার শরীরে কোনও উপসর্গ নেই। তাই বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি।

এছাড়া পশ্চিমবঙ্গের তৃণমূল দলের বিধায়ক তমোনাশ ঘোষও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তার বাড়ি কালীঘাটে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একেবারে কাছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দুই মেয়েও করোনায় আক্রান্ত বলে জানা গিয়েছে।

পশ্চিমবঙ্গে এ পর্যন্ত মোট ৪ হাজার ৫৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই রোগে মারা গেছেন রাজ্যের ২৯৫ জন।

সূত্র: কলকাতাটুয়েন্টিফোর

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন