২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

করোনায় আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:১৯ অপরাহ্ণ, ২৪ মে ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাজু আহম্মেদ। এই প্রথম করোনাভাইরাসে কোনো পরিদর্শক মারা গেলেন। এ নিয়ে পুলিশের ১৩ সদস্য করোনায় মারা গেলেন।

রবিবার সকাল সাড়ে ১০ টায় তিনি মারা যান।
এ তথ্যটি নিশ্চিত করেছেন রাজারবাগ পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। তিনি জানান, চলতি মাসের ২ তারিখ তিনি অসুস্থ হয়ে করোনা পরীক্ষা করান। পরদিন টেস্টে পজিটিভ ধরা পড়ে। ৪ মে ভর্তি করা হয় রাজারবাগ পুলিশ হাসপাতালে। ওইদিনই তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে নেয়া হয় আইসিইউতে। এতোদিন তিনি আইসিইউতে ছিলেন।

তিনি আরও জানান, আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় তিনি মারা যান। তার গ্রামের বাড়ি চাঁদপুর। কর্মস্থল ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেরোরিজম ইউনিটে। এ নিয়ে পুলিশের ১৩ সদস্য করোনাভাইরাসে মারা গেলেন।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন