২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

করোনায় তালতলীতে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:৪৯ অপরাহ্ণ, ১৬ জুলাই ২০২০

বার্তা পরিবেশক, বরগুনা :: বরিশাল শেরেই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বরগুনার তালতলীত উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আলতাফ হোসেন আকন বৃহস্পতিবার(১৬ জুলাই)বেলা ১১টার দিকে তিনি মারা যান।
জানা যায়, কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আলতাফ হোসেন আকন করোনার উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ১৪ জুন বরিশাল শেরেই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। ওই দিনই তার নমুনা সংগ্রহ করা হয়। পরে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে।

প্রায় ১ মাসেরও বেশি সময় তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

তার স্ত্রী, কন্যা ও ছেলে করোনা আক্রান্ত হয়েছিল তার পরিবারও পরে চিকিৎসা নিয়ে তারা এখন সুস্থ আছেন।

তালতলী উপজেলায় এই প্রথম করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ২০১৭ সালের এপ্রিল মাসে কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী বলেন ইউপি চেয়ারম্যান করোনায় আক্রান্ত ছিলেন। সর্দি জ্বর কাশি ও শ্বাসকষ্ট ছাড়াও অন্যান্য রোগে ভুগছিলেন। স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফন করা হবে।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন