২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

করোনা: অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল বৃদ্ধ’র

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:৩৯ অপরাহ্ণ, ০৮ জুলাই ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: পটুয়াখালী থেকে অ্যাম্বুলেন্সযোগে বরিশালে হাসপাতালে নিয়ে আসার পথে ফজলুর রহমান প্যাদা নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর একটায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে ৫৫ বছর বয়সি ওই ব্যক্তি মৃত্যুবরণ করেন। গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা ফজলুর রহমান বেশকিছু দিন ধরে শ্বাসকষ্টসহ জ্বরে ভুগছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে- গত রোববার (৫ জুলাই) হাসপাতালে নমুনা দিয়ে আসার পর থেকে বাড়িতেই ছিলেন ফজলুর রহমান। আজ বুধবার হটাৎ করে অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাকে অ্যাম্বুলেন্সে করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশে রওনা দেন। কিন্তু কিছুটা পথ অতিক্রম করার পরেই তার মৃত্যু হয়। বিকেলে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম বরিশালটাইমসকে জানান, ফজলুর কয়েকদিন যাবৎ জ্বর ও গলাব্যথ্যায় ভুগছিলেন। ৫ জুলাই গলাচিপা হাসপাতালে তার করোনা টেস্টের নমুনা সংগ্রহ করা হলেও এখন পর্যন্ত রিপোর্ট আসেনি।

স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।’

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন