২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

করোনা আক্রান্তে ভারতে ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৫৪ মানুষের মৃত্যু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, ১১ মে ২০২১

করোনা আক্রান্তে ভারতে ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৫৪ জন মানুষের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> প্রতিবেশী দেশ ভারতে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩ হাজার ৮৭৬ জনের। এ সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ২৯ হাজার ৯৪২ জন।

এর আগের ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে মারা যান ৩ হাজার ৭৫৪ জন এবং করোনা শনাক্ত হয় ৩ লাখ ৬৬ হাজার ১৬১ জনের। সে হিসেবে মতে গত রোববারের তুলনায় সোমবার ভারতে করোনা শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে।

নতুন মৃত্যুর ফলে ভারতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ৪৯ হাজার ৯৯২ জনে এবং শনাক্ত পৌঁছাল ২ কোটি ২৯ লাখ ৯২ হাজার ৫১৭ জনে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে ৩০ এপ্রিল প্রথমবারের মতো শনাক্তের সংখ্যা ৪ লাখের ওপরে যায়। এছাড়া ৭ মে করোনায় একদিনে দেশটিতে চার হাজার মৃত্যুর রেকর্ড হয়। এর আগে কেবল যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে একদিনে এত বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।

বর্তমানে শনাক্ত-মৃত্যু কিছুটা নিম্নমুখী হলেও তা নিয়ন্ত্রণে আসেনি করোনাভাইরাস।’

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন