২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

করোনা আক্রান্ত ২৩ হাজার রোগীর অবস্থা গুরুতর

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, ২৮ মার্চ ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় থাকা বিশ্বব্যাপী ২৩ হাজার ৩২৩ জনের অবস্থা গুরুতর। গুরুতর অবস্থায় থাকা রোগীর সংখ্যা সবচেয়ে বেশি স্পেনে।

জানা গেছে, স্পেনে বর্তমানে করোনা আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় আছেন ৪ হাজার ১৬৫ জন। তার পরেই রয়েছে ফ্রান্স এবং ইতালি। ফ্রান্সে তিন হাজার ৭৮৭ জনের অবস্থা গুরুতর এবং ইতালিতে সঙ্কটাপন্ন অবস্থায় আছেন ৩ হাজার ৭৩২ জন।

যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা এরই মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠেছে। এক লাখ চার হাজার একশ ৪২ জন আক্রান্ত হয়েছেন। তার মধ্যে দুই হাজার চারশ ৬৩ জনের অবস্থা গুরুতর।

এদিকে বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৯৬ হাজার সাতশ ২৩ জনে। তার মধ্যে ২৭ হাজার তিনশ ৫২ জনের মৃত্যু হয়েছে। অবশ্য আক্রান্তের পর সুস্থ হয়েছেন এক লাখ ৩৩ হাজার তিনশ ৫৫ জন।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন