২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

করোনা উপসর্গে নলছিটিতে পল্লী চিকিৎসকসহ ২ জনের মৃত্যু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:৩৩ অপরাহ্ণ, ১৩ জুলাই ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: করোনা উপসর্গ নিয়ে ঝালকাঠির নলছিটিতে পল্লী চিকিৎসকসহ ২ জনের মৃত্যু হয়েছে। নিজ বাসায় রোববার সন্ধ্যারাতে চিকিৎসক জয়নাল আবেদীন মারা যান। ষাটোর্ধ্ব জয়নাল আবেদীন গত পাঁচদিন যাবত শ্বাসকষ্ট ও জ্বরাক্রান্ত ছিলেন।

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মুনিবুর রহমান জুয়েল জানান, পাঁচ দিন ধরে জ্বর, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে বাড়িতে বসেই চিকিৎসা নিচ্ছিলেন পল্লিচিকিৎসক জয়নাল আবেদীন (৬০)। গতকাল সন্ধ্যায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতে বাড়িতেই মারা যান। তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে জ্বর, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে গত ৫ জুলাই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয় নলছিটির সাবেক শিক্ষক আবদুল লতিফ সিকদারকে (৭০)। গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

স্বাস্থ্য কর্মকর্তা জানান, তিনজন মুফতির নেতৃত্বে গঠিত শাবাব ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন স্বাস্থ্যবিধি মেনে তাঁদের জানাজা ও লাশ দাফন করে।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন