২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

করোনা: বরিশালে ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫৬ জন আক্রান্ত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:০৪ পূর্বাহ্ণ, ০৪ জুলাই ২০২০

নিজস্ব বার্তা পরিবেশক:: প্রাণঘাতি করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় বরিশালে নতুন করে আরও ৫৬ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ১ হাজার ৬৫৭ জন। একই সময়ে আক্রান্ত ১২ জন রোগী সুস্থতা লাভ করেছেন। এনিয়ে জেলায় মোট সুস্থ্য ৪৩৫ জন। গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী একজনের তথ্য পাওয়া গেছে। এনিয়ে জেলায় মোট মৃত্যুবরণ করেছেন ২৫ জন।

শুক্রবার (৩ জুলাই) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তদের মধ্যে বাবুগঞ্জ উপজেলায় ০৩ জন, গৌরনদীতে ০২ জন, বাকেরগঞ্জে ০১ জন, সদর উপজেলাধীন লাকুটিয়া এলাকার ০১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত রুপাতলি ও বিএম কলেজ প্রফেসর গলি প্রত্যেক এলাকার ০৩ জন করে ০৬ জন, ফরেস্টার বাড়ি এলাকার ০২ জন, ব্রাউন কম্পাউন্ড, বাংলাবাজার, হসপিটাল রোড, ফিশারি রোড, নবগ্রাম রোড, সিএন্ডবি রোড, বগুড়া রোড প্রত্যেক এলাকার ০১ জন করে ০৭ জন, ব্যাংকে কর্মরত ০১ জন, আরআরএফে কর্মরত ০১ জন, জেলা পুলিশের ০২ জন সদস্যসহ ২৬ জন।

একই সময়ে ঢাকার ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভস থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাবুগঞ্জ উপজেলার ০২ জন, আগৈলঝাড়ার ০২ জন, সদর উপজেলার ১২ জনসহ মোট ১৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া সাভারের বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিউট থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাবুগঞ্জ উপজেলার ০১ জন, সদর জেনারেল হাসপাতালের ০২ জন নার্সসহ সদর উপজেলার ১৩ জন মিলিয়ে মোট ১৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

বরিশাল জেলা প্রশাসক এস.এম. অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পরপরই ওই ২৪ জন ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে।

গত ১২ এপ্রিল থেকে এ পর্যন্ত জেলার বাবুগঞ্জ উপজেলায় ৭৭ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ১ হাজার ২৭২ জন, উজিরপুর উপজেলায় ৬৮ জন, বাকেরগঞ্জে ৪৮ জন, মেহেন্দীগঞ্জে ৩০ জন, হিজলায় ১৯ জন, বানারীপাড়ায় ৩৮ জন, মুলাদীতে ৩৮ জন, গৌরনদীতে ৪৯ জন, আগৈলঝাড়ায় ১৮ জন সহ মোট ১ হাজার ৬৫৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী জেলায় গত ২৪ ঘন্টায় গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এর আগে মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলা প্রশাসনের ০৩ জন কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন। হিজলা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সহ এ জেলার বিভিন্ন পর্যায়ের ০১ জন জনপ্রতিনিধি করোনা আক্রান্ত হয়েছেন।

প্রসঙ্গত, গত ১২ এপ্রিল জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন