১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

করোনা: বিশ্বে একদিনে মৃত্যু ৪৪৯২, আক্রান্ত ৯০ হাজার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, ০৫ জুলাই ২০২০

বার্তা পরিবেশক অনলাইন:: প্রানঘাতি করোনায় বিশ্বজুড়ে গত ২৪ ঘন্টায় প্রায় এক লাখ ৯০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। একই সময়ে মৃত্যুর তালিকায় আরো যোগ হলো ৪ হাজার ৪৯২ জন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৪৪৯ জন। আক্রান্ত হয়েছেন এক কোটি ১৩ লাখ ৮০ হাজারের বেশি। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে ৬৪ লাখ ৩৯ হাজার ৬৬৬ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি অর্থাৎ ১ হাজার ১১১ জনের মৃত্যু দেখেছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ৬৪ হাজার ছাড়িয়েছে। গত একদিনে ৩৫ হাজারসহ দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার।

মেক্সিকোতে গত একদিনে মারা গেছেন ৬৫৪ জন। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে ২৯ হাজারের বেশি প্রাণ গেল, যা স্পেনের চেয়েও বেশি। গত একদিনে দেশটিতে শনাক্ত ছয় হাজার ৭৪০ জন। মোট প্রায় ২ লাখ ৪৫ হাজারের বেশি সংক্রমিত।

এরপরই এদিন মৃত্যুর তালিকায় শীর্ষে ছিল ভারত। ৬১০ জনের মৃত্যুতে মোট প্রাণহানি ১৯ হাজারের বেশি। মোট মৃত্যুর দিক থেকে ৭ম অবস্থানে উঠে এসেছে ১৩০ কোটি জনসংখ্যার দেশশটি। নতুন ২৪ হাজার সংক্রমণে মোট আক্রান্ত সাড়ে ছয় লাখ ছুঁই ছুঁই। দেশটির কয়েকটি রাজ্যে করোনার প্রকোপ এখনো বাড়ছে।

করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ২৫৪ জনের মৃত্যু দেখলো। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে এক লাখ ৩২ হাজারের বেশি প্রাণ গেল। হঠাৎ করে কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হারও। মোট প্রায় ২৯ লাখ ৩৫ হাজারের বেশি সংক্রমিত।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন