২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

করোনা: বিশ্বে একিদেন সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, ১৩ জুলাই ২০২০

বার্তা পরিবেশক অনলাইন:: মহামারি করোনাভাইরাসে বিশ্বে একদিনে আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) তথ্যমতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৩০ হাজার ৩৭০ জন আক্রান্ত হয়েছে। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ।

এর আগে গত ১০ জুলাই রেকর্ড ২ লাখ ২৮ হাজার ১০২ জন ও ৭ জুলাই রেকর্ড ২ লাখ ১২ হাজার ৩২৬ জন আক্রান্ত হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় যে ২ লাখ ৩০ হাজার ৩৭০ জন আক্রান্ত হয়েছে তার মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৪৪৫ জনই চারটি দেশের। দেশ চারটি হলো যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ৬১ হাজার ৭১৯ জন, ব্রাজিলে ৩৬ হাজার ৪৭৪ জন, ভারতে ২৭ হাজার ৭৫৫ জন ও দক্ষিণ আফ্রিকায় ১৩ হাজার ৪৯৭ জন।

বিশ্বের ২১৩টি দেশে এ পর্যন্ত ১ কোটি ২৯ লাখ ৭৮ হাজার ৪৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫ লাখ ৬৯ হাজার ৯০১ জন। সেরে উঠেছে ৭৫ লাখ ৫৯ হাজার ১৮১ জন।

এদিকে নতুন করে করোনার সংক্রমণ বাড়ায় সব দেশের সরকারকে আরো আগ্রাসী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন