২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

করোনা শনাক্ত করবে কুকুর

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:৫৫ অপরাহ্ণ, ২৯ মে ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: কুকুরকে গন্ধ শুকালে এটি বলে দিতে পারবে কেউ করোনায় আক্রান্ত হয়েছে কিনা। সম্প্রতি ফিনল্যান্ডে একটি সমীক্ষায় এ তথ্য পাওয়া গেছে। তবে, এ তথ্যের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেক গবেষক। তাদের কেউ কেউ এ পরীক্ষাকে ভিত্তিহীন বলেও মন্তব্য করেছেন। তবে, যে গবেষকদল দাবি করছে কুকুর করোনার সংক্রামণ ধরতে পারবে তারা বলছেন, করোনার একটা নির্দিষ্ট গন্ধ আছে, যা কুকুর ধরে ফেলতে পারে।

হেলসিংকি বিশ্বিদ্যালয়ের একদল গবেষক এ সমীক্ষাটি করেছেন। তারা দাবি করছেন, কুকুরকে বিশেষভাবে শেখালে তারা গন্ধ শুঁকে করোনা ধরে ফেলবে। কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগীর শরীরে একটি গন্ধ পাওয়া যায়। কুকুরকে শেখালে তারা সেই গন্ধ নিখুঁতভাবে ধরে ফেলতে পারে। কয়েক সপ্তাহ লাগে তাদের গন্ধটা ধরতে। তারপর কোনটা করোনা রোগীর মূত্র, কোনটা নয়, তা সেই প্রশিক্ষিত কুকুর নির্ভুলভাবে বলে দিতে পারে।

ডগরিস্ক গ্রুপের প্রধান আনা হেলম বিওরিকম্যান বলেছেন, প্রতিটি রোগের একটা গন্ধ থাকে। কুকুরকে প্রশিক্ষণ দিলে সেই গন্ধ তারা ধরে ফেলে। আমাদের সেই প্রশিক্ষণ দেয়ার অভিজ্ঞতা আছে। কুকুর কীভাবে দ্রুত সেই নতুন গন্ধ শুঁকতে পারছে, সেটা দেখাও দুর্দান্ত অভিজ্ঞতা। অল্প কিছুদিনের মধ্যেই কুকুর করোনার গন্ধ বুঝে নিতে পারে। তারপর করোনা আক্রান্তের মূত্রের গন্ধ শুঁকে সে বলে দেবে যে করোনা হয়েছে। ল্যাবে পরীক্ষা যতটা নির্ভরযোগ্য, কুকুরের করোনা ধরাও ততটাই নির্ভরযোগ্য।

ফিনল্যান্ডের বিজ্ঞানীরা এখন আরো পরীক্ষা করবেন। গবেষণার ভাষায় যার নাম ডবল ব্লাইন্ড স্টাডি। এতে কুকুর অনেক বেশি সংখ্যায় রোগীদের মূত্রের গন্ধ শুঁকবে এবং বলে দেবে কোনটা করোনা রোগীর, কোনটা নয়। সেটা সফল হলে তারপর কুকুরদের করোনা ধরার কাজে ব্যবহার করা হবে। সূত্র: ডয়চে ভেলে।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন