২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

করোনা সংক্রমণ মৃত্যুর হারে ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ

Saidul Islam

প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, ২৬ জুলাই ২০২১

 

করোনা সংক্রমণ মৃত্যুর হারে ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুর হারের দিক থেকে ভারতকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, রোববার পর্যন্ত দেশে শনাক্ত বিবেচনায় করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ। অন্যদিকে ভারতে এই হার ১ দশমিক ৩ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম কারো দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কারও মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। গত মার্চ থেকে দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়। গত ২৭ জুন থেকে দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা একশ’র উপরে। এর মধ্যে গত ৭ জুলাই বুধবার করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়।

বিশ্বজুড়ে করোনা মৃত্যু ও সংক্রমণের হিসাব রাখা জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৮ শতাংশ। এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল।

করোনায় মৃত্যু বিবেচনায় বিশ্বে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত চার লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আফগানিস্তানে মৃত্যুর হার সবচেয়ে বেশি, ৪ দশমিক ৪ শতাংশ। এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তান। দেশটিতে মৃত্যুর হার ২ দশমিক ৩ শতাংশ। এই অঞ্চলে মৃত্যুর হার বিবেচনায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসের সংক্রমণে রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ১৯ হাজার ২৭৪ জনে।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন