১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কলাপাড়ায় ৮৫ মণ জাটকা ইলিশ ‍উদ্ধার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:২২ অপরাহ্ণ, ১৯ নভেম্বর ২০১৮

পটুয়াখালীতে পৃথক স্থান থেকে ৮৫ মণ জাটকা ইলিশ আটক করা হয়েছে। সোমবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাছ আটক করা হয়।

সূত্রে জানা গেছে- শহরের পুরান বাজার এলাকায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতী অভিযান চালিয়ে পাচঁ মণ জাটকা ইলিশ আটক করে। পরে শহরের বিভিন্ন লিল্লাহ বোডিং, এতিমখানা ও দুস্থ মানুষের মধ্যে মাছগুলো বিতরণ করা হয়। এছাড়া কলাপাড়ায় রাবনাবাদ চ্যানেলে অভিযান চালিয়ে এমবি নবনীতা লঞ্চ থেকে ৮০ মণ জাটকা ইলিশ আটক করেন কোস্টগার্ড পায়রা বন্দর কন্টিজেন্ট কমান্ডার খন্দকার মনিরুজ্জামান।

দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশের উপস্থিতিতে বিভিন্ন লিল্লাহ বোডিং, এতিমখানা ও দুস্থ মানুষের মধ্যে মাছগুলো বিতরণ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি তারা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতী বিষয়টি নিশ্চিত করে জানান- এ অভিযান অব্যাহত থাকবে।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন