২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

কাঁঠালিয়ায় ইসকন মন্দিরের অনুদানের টাকা আত্মসাৎ

Saidul Islam

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, ০৫ সেপ্টেম্বর ২০২১

কাঁঠালিয়ায় ইসকন মন্দিরের অনুদানের টাকা আত্মসাৎ”
 কাঁঠালিয়া, প্রতিনিধি >> ঝালকাঠি জেলা কাঠালিয়া উপজেলার উত্তর আউরা গ্রামের শ্রীশ্রী ইসকন মন্দিরের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
গত ৩১/০৭/২০২১তারিখ গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টি,আর প্রকল্পের সরকারি অনুদান মন্দির রিপিয়ারিং এর বরাদ্দকৃত ৫০ হাজার  টাকা উত্তোলন করিয়া মন্দিরের কোন উন্নয়ন না করিয়া সম্পূর্ণ টাকা আত্মসাৎ করিয়াছেন।
 ইসকন মন্দির কমিটির কথিত  সভাপতি কাঠালিয়ার পিডিবি ইঞ্জিনিয়ার তাপস কুমার বিশ্বাস, পিতাঃনিলকমল বিশ্বাস,আত্মসাৎ করিয়াছেন।
স্থানীয় মন্দির কমিটির সাবেক সভাপতি শিবানন্দ শিবু সাংবাদিকদের জানিয়েছেন ইসকন মন্দির উন্নয়নের জন্য টি,আররের টাকা সরল মনে বিশ্বাস করিয়া কাঠালিয়ার পিডিবি ইঞ্জিনিয়ার তাপস কুমার বিশ্বাসের কাছে  সাক্ষী গনের সম্মুখে বুঝিয়ে দিয়েছি কিন্তু তাপস কুমার বিশ্বাস, প্রতারণার মাধ্যমে মন্দির উন্নয়ন এর টাকা আত্মসাৎ করিয়াছেন।
ইসকন মন্দিরে, সাধারণ সম্পাদক, পূজারী,সিতানাথ মন্ডল, কোষাধক্ষ্য,স্বপন কর্মকার, সদস্য সেলিম হালদার, দুলাল রাজ,অচিন্ত্য  কুমার নাথ  সহ সকলের জানিয়েছেন মন্দির উন্নয়নের টি,আররের ৫০,হাজার টাকা দীর্ঘদিন যাবৎ  সাবেক সভাপতি শিবানন্দশিবুর কাছে জমা ছিল,মাস দুয়েক আগে ইসকন মন্দিরের।
কথিত সভাপতি ইঞ্জিনিয়ার তাপস কুমার বিশ্বাস, ও সবেক সভাপতি ডেন্টাল চিকিৎসা শিবানন্দশিবু মিলে মন্দিরের কোন উন্নয়ন না করিয়া টি,আররের ৫০,হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাত করেছে।
এ ব্যাপারে কাঠালিয়ার পিডিবি ইঞ্জিনিয়ার কথিত সভাপতি তাপস কুমার বিশ্বাস সাংবাদিকদের মুঠোফোনে জানিয়েছেন মন্দিরের টাকা আমার কাছে ৩০,হাজার বাকি টাকা সাবেক সভাপতি শিবানন্দ শিবুর কাছে।
8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন