২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

কাউখালীতে ঘরসহ ছাগল বিতরণ

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৪:৩৯ অপরাহ্ণ, ১৫ মার্চ ২০২৩

কাউখালীতে ঘরসহ ছাগল বিতরণ

কাউখালী প্রতিনিধি:: পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ সহায়তা হিসেবে ঘরসহ ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের মাঝে ছাগল ও ছাগল রাখার ঘর বিতরণ করেন কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানারা সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহসহ মৎস্যজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, আমরাজুড়ি ইউনিয়ন থেকে ২০ জন জেলেকে দুইটি করে ৪০ টি ছাগল, ছাগল রাখার ঘর, ঔষধ ও খাদ্যসামগ্রী দেওয়া হয়।

15 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন