২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

কাউখালীতে দেশীয় মাছ ও শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্বুদ্ধকরণ সভা

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৬:০৩ অপরাহ্ণ, ৩১ জানুয়ারি ২০২৩

কাউখালীতে দেশীয় মাছ ও শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্বুদ্ধকরণ সভা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকালে  উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ২০২২/২০২৩ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে উদ্ধতকরণ সভা অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক আনিসুর রহমান তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী, কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, মৎস্যজীবী নেতা মোস্তাফিজুর রহমান সুমন, নুরুল ইসলাম সহ আরো অনেকে। সভায় অত্র ইউনিয়নের জনপ্রতিনিধিসহ প্রায় শতাধিক মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।’

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন