২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কাউখালীতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪১ অপরাহ্ণ, ১৭ অক্টোবর ২০২০

মজিবর রহমান, মঠবাড়িয়া:: ‘নিরাপদ নারী, নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে সারাদেশের ন্যায় পিরোজপুরের কাউখালী উপজেলার ৫টি ইউনিয়নে একযোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে কাউখালীর শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। কাউখালী থানার আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।

কাউখালী থানা অফিসার ইন চার্জ (ওসি) নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবশে বক্তব্য অন্যানের মধ্যে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট একেএম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি সুনীল কুন্ডু, শিয়ালকাঠীর ইউপি চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহিদা হক প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ধর্ষণের ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। সেকারণে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে আইন পাশ করা হয়েছে।

সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার নারীদের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম, সুুুশীল প্রতিনিধিসহ ইলেকট্রনিক ও পিন্ট মিডিয়ার সংবাদ কর্মী উপস্থিত ছিলেন।’

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন