২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কাউখালীতে ব্যতিক্রমী আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:১২ অপরাহ্ণ, ১৭ মার্চ ২০২১

এ সময় শিশুরা রং বেরংএর বেলুন হাতে নিয়ে উৎসবে মেতে ওঠে। এসময় শিশুরা রং তুলিতে জাতির জনকের ছবি অংকন করে। চিত্রাংকন প্রতিযোগীতায় অংশ নেয়া প্রথম স্থান অধিকারী বাক প্রতিবন্ধী সারমিন, দ্বিতীয় স্থান অধিকারী বাক প্রতিবন্ধী রিফাত ও তৃতীয় স্থান অধিকারী বাকপ্রতিবন্ধী রিজায়কে পুরস্কার দেয়া হয়।

কাউখালী প্রতিনিধি:: জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর শত জন্ম বার্ষিকী উপলক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে বুধবার বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে অনুষ্ঠানটি পালিত হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল প্রতিবন্ধী ও ছিন্নমুল শিশুদের নিয়ে শোভাযাত্রা, কবিতা আবৃত্তি, চিত্রাংকণ প্রতিযোগীতা ও উন্নত খাবার পরিবেশন। এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজক কাউখালী প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষাণুরাগী আব্দুল লতিফ খসরু। আজ বুধবার সকাল ১০ টায় আমরাজুড়ী আবাসন প্রকল্পে বসবাসরত প্রতিবন্ধী ও ছিন্নমুল শিশুদের নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় শিশুরা রং বেরংএর বেলুন হাতে নিয়ে উৎসবে মেতে ওঠে। এসময় শিশুরা রং তুলিতে জাতির জনকের ছবি অংকন করে। চিত্রাংকন প্রতিযোগীতায় অংশ নেয়া প্রথম স্থান অধিকারী বাক প্রতিবন্ধী সারমিন, দ্বিতীয় স্থান অধিকারী বাক প্রতিবন্ধী রিফাত ও তৃতীয় স্থান অধিকারী বাকপ্রতিবন্ধী রিজায়কে পুরস্কার দেয়া হয়।

পরে উক্ত অনুষ্ঠানে অংশ নেয়া সকল প্রতিযোগীকে সান্তনা পুরস্কার দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আবাসন প্রকল্পের সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন