১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কাউখালীতে স্বাস্থ্যবিধি না মানায় ৩০ জনকে অর্থদন্ড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:২৫ অপরাহ্ণ, ২০ নভেম্বর ২০২০

মজিবর রহমান, মঠবাড়িয়া:: বৈশ্বিক করোনা মহামারির দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে কাউখালী উপজেলা প্রশাসন। মাস্ক না পরে বাইরে বের হওয়া ব্যক্তিদের জরিমানা করা হচ্ছে।
মাস্ক ব্যবহার না করার দায়ে ৩০ জনকে ৯ হাজার ৪শ’ টাকা জরিমানা করেছে দুইটি ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা। শুক্রবার সকালে সাপ্তাহিক হাটের দিন কাউখালী দক্ষিণ বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: খালেদা খাতুন রেখা ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মাস্ক না পড়া এবং অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৬ হাজার ৭শ’ টাকা জরিমানা করেন।

অপরদিকে শুক্রবার সকালে কাউখালী উত্তরবাজার এলাকায় মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৫ জনকে ২ হাজার ৭শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ বিষয়ে ইউএনও মোছা. খালেদা খাতুন রেখা বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় করোনাভাইরাস ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচার প্রচারণা চালানো হচ্ছে। করোনা সংক্রমণ এড়াতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন