২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কাজী দুলাল-আজাদ সমর্থনে বিসিসি মেয়র সাদিক বাবুগঞ্জে, উঠান বৈঠকে জনসমুদ্র

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, ২২ মার্চ ২০১৯

কাজী দুলাল-আজাদ সমর্থনে বিসিসি মেয়র সাদিক বাবুগঞ্জে, উঠান বৈঠকে জনসমুদ্র

✪ আরিফ আহমেদ মুন্না ॥
বাবুগঞ্জে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলালের সমর্থনে নির্বাচনী উঠান বৈঠকে অংশ নিলেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। মেয়র নির্বাচিত হওয়ার পরে বাবুগঞ্জে এটাই তার প্রথম সফর। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাহুতকাঠি বন্দর সংলগ্ন ওই উঠান বৈঠকে বিসিসি মেয়র সাদিক উপস্থিত হলে জনতার ঢল নামে। এসময় ওই উঠান বৈঠক জনসমুদ্রে রূপ নেয়।

দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রশিদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতাকালে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, ‘সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা এবং টিউবওয়েলের পক্ষে কাজ করতে হবে। বাবুগঞ্জ উপজেলা নির্বাচনে জননেতা আবুল হাসানাত আবদুল্লাহ মনোনীত আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী কাজী ইমদাদুল হক দুলালের নৌকা এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী ইকবাল আহমেদ আজাদের টিউবওয়েল মার্কার পক্ষে কাজ করে তাদের বিজয় সুনিশ্চিত করতে হবে। এটাই দলীয় হাইকমান্ডের নির্দেশ। আওয়ামী লীগ করলে এই নির্দেশনা অবশ্যই মানতে হবে’।

রাহুতকাঠির ওই উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বানারীপাড়া উপজেলার জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক ও বাবুগঞ্জ উপজেলার বর্তমান চেয়ারম্যান এস.এম খালেদ হোসেন স্বপন। এসময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, ভাইস চেয়ারম্যান প্রার্থী ইকবাল আহমেদ আজাদ এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব।

উঠান বৈঠকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল বলেন, ‘বাবুগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়তে চাই। উপজেলা পরিষদকে জনবান্ধব এবং সাধারণ মানুষের আস্থার কেন্দ্রস্থল বানাতে চাই। বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে আমার অভিভাবক জননেতা আবুল হাসানাত আবদুল্লাহর দিকনির্দেশনা মোতাবেক এই বাবুগঞ্জ উপজেলাকে একটি ক্ষুধা, দারিদ্র্য, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত উপজেলায় রূপান্তর করতে চাই’।

দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক কাজী জসিম উদ্দিন শুভ এবং ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন দেহেরগতি ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান, কেদারপুর ইউপি চেয়ারম্যান নুরে আলম বেপারী, জাতীয় পার্টির উপজেলা সভাপতি মকিতুর রহমান কিসলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমির হোসেন মাস্টার, সিনিয়র যুগ্ম-সম্পাদক মোস্তফা কামাল চিশতি, সাংগঠনিক সম্পাদক মৃধা আখতার-উজ্জামান মিলন, কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহজাহান আকন্দ, সম্পাদক মাসুম মৃধা, দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাঝি মাসুম রেজা, উপজেলা যুবলীগ সম্পাদক মাসুদ করিম লাভলু, সিনিয়র ছাত্রলীগ নেতা কাজী ইয়াসির আরাফাত সোহেল প্রমুখ।

এসময় ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন আকন, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা বনী আমিন, উপজেলা ছাত্রলীগ নেতা ফায়জুল হক, আকিব মেহেদি, প্রসেনজিৎ দাস অপু, সাইফুল ইসলাম আতিক প্রমুখ ছাড়াও বিপুল সংখ্যক আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দলীয় নেতাকর্মী এবং সাধারণ ভোটারসহ এলাকার সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন। #

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন