২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কাতার বিশ্বকাপ ২০২২: নেদারল্যান্ডসকে হারাতে কৌশলী আর্জেন্টিনা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:২৭ অপরাহ্ণ, ০৯ ডিসেম্বর ২০২২

কাতার বিশ্বকাপ ২০২২: নেদারল্যান্ডসকে হারাতে কৌশলী আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে আজ। প্রথম ম্যাচে ব্রাজিলের সঙ্গে লড়বে ক্রোয়েশিয়া। এটি শুরু হবে রাত ৯টায়। অপর ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস।

শুক্রবার রাত ১টায় ম্যাচটি শুরু হবে।

নেদারল্যান্ডসের বিপক্ষে কঠিন লড়াইয়ের আশা করছে আর্জেন্টিনা শিবির। কমলা বাহিনীর বাধা অতিক্রম করতে বিশেষ পরিকল্পনা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। কী সেই পরিকল্পনা?

জানিয়েছেন দলের অন্যতম স্ট্রাইকার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

নেদারল্যান্ডস কোচ অভিজ্ঞ লুই ভন গালকে গুরুত্ব দিচ্ছে আর্জেন্টিনা শিবির। তার রণকৌশল চিন্তায় রেখেছে লিওনেল মেসিকে। দল হিসেবেও যথেষ্ট শক্তিশালী নেদারল্যান্ডস। তাই ঘর সামলে আক্রমণে যাওয়ার পরিকল্পনা করছে আর্জেন্টিনা শিবির।

গোল না খাওয়াই প্রথম লক্ষ্য মেসিদের। পাশাপাশি পাল্টা আক্রমণে গিয়ে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে চান তারা।

ম্যাক অ্যালিস্টার বলেন, আমরা জানি নেদারল্যান্ডসের বেশ কয়েকজন ভালো ফুটবলার রয়েছেন। খেলা সম্পর্কে ওদের ধারণাও খুব স্বচ্ছ। আমাদেরও কিছু পরিকল্পনা রয়েছে। কীভাবে ওদের আটকানো যায়, তা নিয়েও আমরা গত কয়েক দিন কাজ করেছি। একাধিক পরিকল্পনা আমাদের রয়েছে। ম্যাচের আগে হাতে আরও কিছুটা সময় রয়েছে। অবশ্যই নিজেদের পরিকল্পনাগুলো আরও একবার ঝালিয়ে নেব। যাতে মাঠে নেমে সমস্যা না হয়।

তিনি বলেন, সাধারণত আমরা নিজেদের খেলা, পরিকল্পনা নিয়েই ভাবি। আমরা কী করতে পারি জানি। চাপ মুক্তভাবে খেলতে চাই আমরা। নিজেদের কাজ ঠিক মতো করতে পারলে, সব কিছুই ঠিক থাকবে।

প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হারার পরও কি আশা করেছিলেন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে পারবেন?

এ বিষয়ে ম্যাক অ্যালিস্টার বলেন, আমরা শেষ আটে পৌঁছতে পারব কিনা, এটি জিজ্ঞেস করা হলে অবশ্যই হ্যাঁ বলতাম। আমরা অনেক আশা নিয়ে এবার বিশ্বকাপ খেলতে এসেছি। জানি আর্জেন্টিনা গোটা প্রতিযোগিতাতেই ভালো খেলার ক্ষমতা রাখে।

তিনি আরও বলেন, আমাদের দলে বেশ কয়েকজন ভালো ফুটবলার আছে। আমাদের দলটাও বেশ ভালো। শুধু সেমিফাইনাল নয়, আমরা বিশ্বকাপ জেতার ব্যাপারেও আশাবাদী।

সূত্র: বিইনস্পোর্টস

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন