২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কীর্তনখোলার পানি বিপদসীমার ওপরে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৩৯ পূর্বাহ্ণ, ০৬ জুলাই ২০২০

বিশেষ বার্তা পরিবেশক:: বরিশাল নগরীসহ আশপাশের এলাকাগুলোতে দিনব্যাপী অব্যাহত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর উত্তরাঞ্চলে চলমান বন্যার প্রভাবে অস্বাভাবিক জোয়ারে বিপদসীমার ওপরে কীর্তনখোলা নদীর পানি। এতে কীর্তনখোলা নদীর তীরবর্তী নগরীর অনেক এলাকায় জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়েছে।

বরিশাল আবহাওয়া অধিদফতর জানিয়েছে, প্রতিবছর বর্ষা মৌসুমে নদীতে পানির চাপ বাড়তি থাকে। তাছাড়া আজ সোমবার সারাদিন থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় এবং উত্তরাঞ্চলের বন্যার প্রভাবে জেলার নদ-নদী পানির বাড়তে পারে।

পানি উন্নয়ন বোর্ডের কীর্তনখোলা নদীর গেজ রিডার মো. আবু রহমান বরিশালটাইমসকে জানান, জোয়ারের প্রভাবে এবং সারাদিনের অব্যাহত বৃষ্টিতে কীর্তনখোলার পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার ওপরে রয়েছে। যা স্বাভাবিকের চাইতে বেড়ে প্রায় ২০ সেন্টিমিটার।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন