২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কীর্তনখোলা নদীতে নিখোঁজ শিশু ইরানের সন্ধান মেলেনি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:০০ অপরাহ্ণ, ১০ মার্চ ২০১৭

বরিশাল শহর লাগোয়া কীর্তনখোলা নদীতে নিখোঁজ শিশু ইরান শরীফের (৪) সন্ধানে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অভিযান অব্যাহত রয়েছেন। কিন্তু শুক্রবার রাত ১০টা পর্যন্ত শিশুটিকে জীবিত বা মৃত উদ্ধার করা সম্ভব হয়নি। এর আগে বৃহস্পতিবার বিকেলে শিশুটি বরিশাল নগরীর ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর কলোনী থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়।

খবর পেয়ে ওই সন্ধায় বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল ইরানের সন্ধানে নদীতে নামে।’ কিন্তু নদীতে প্রবল স্রোতধারা বহমান থাকায় উদ্ধার কাজ ব্যাহত হয়। যে কারণে ওইদিন রাত ১১টার দিকে উদ্ধার অভিযান বন্ধ রাখে। পরবর্তীতে শুক্রবার সকালে ফের শিশুটির সন্ধানে নামে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মীরা।’’

বিষয়টির সত্যতা বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলাউদ্দিন।’’ তিনি বলেন- বৃহস্পতিবার বিকেলে দিনমজুর পিতা রিপন শরীফ গোসল করতে গেলে শিশু ইরান তার সাথে যায়। ওই সময় সে নদীতে পড়ে নিখোঁজ হয়।’’

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন