২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুষ্টিয়ায় বয়লার বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:৫৯ অপরাহ্ণ, ২২ নভেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, অনলাইন:: কুষ্টিয়ায় প্লাইউড কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কারখানায় কর্মরত চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার বারখাদা এলাকার উডল্যান্ড প্লাইউড প্রসেসিং কোম্পানিতে এ ঘটনা ঘটে। তবে ঘটনাস্থলে প্রবেশে সাংবাদিকদের বাধা দেয়া হয়।

সেখানকার কর্মরত কয়েকজন শ্রমিক জানান, যে মাসে সরকারি ছুটি বেশি থাকে সে মাসে শুক্রবারও শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে পুষিয়ে নেয় মালিকপক্ষ।

উডল্যান্ড প্লাইউড প্রসেসিং কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা তুহিনুল ইসলাম জানান, উডল্যান্ড কারখানায় রাতের শিফটে কাজ চলছিল। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আমাদের শ্রমিকরা আগুন নেভাতে গিয়ে চারজন দগ্ধ হয়। তাদের রাতেই চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, ভোররাতে প্রচণ্ড শব্দে কারখানার বয়লার বিস্ফোরণ ঘটে। এ সময় আশপাশে লোকজন ঘটনাস্থলে জড়ো হতে থাকে। তবে কাউকেই ভেতরে ঢুকতে দেয়া হয়নি।

স্থানীয়দের অভিযোগ, আবাসিক এলাকায় কারখানা হওয়ায় কারখানার আশপাশের এলাকা বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। সারাদিন কারখানার ছাই ও ধোঁয়ায় আচ্ছাদিত থাকে পুরো এলাকা।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন