২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

কুয়াকাটায় ৮ খাবার হোটেলকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:১৩ অপরাহ্ণ, ২৫ ফেব্রুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, কুয়াকাটা ::  পর্যটন নগরী কুয়াকাটায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং পচাঁবাসি খাবার মজুদ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৮টি খাবার হোটেলকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে।

আজ মঙ্গলবার দুপুরে পটুয়াখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম ও মো. এরফান উদ্দিন এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা স্যানিটেশন ইনস্পেকটর মো. মহিউদ্দিন আল মাসুদ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন র‌্যা-৮ এর পটুয়াখালী কোম্পানি কমান্ডার মো. রহিচ উদ্দিন (সিপিসিআই) র‌্যাব সদস্যরা।

কুয়াকাটা জিরো পয়েন্ট চৌরাস্তার মোড়ে অবস্থিত হোটেল খাবার ঘর যমুনা হোটেলে, বৈশাখী হোটেল-(১) বৈশাখী হোটেল-(২) মা-বাবার দোয়া, পটুয়াখালী জয় হোটেলে, মায়ের দোয়া হোটেল এবং জোয়ার ভাটা হোটেলসহ মোট ৮টি খাবার হোটেলকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

পটুয়াখালী জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম জানায়, কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত থাকবে। কুয়াকাটাকে সামগ্রীক শৃঙ্খলার মধ্যে আনার প্রাথমিক কার্যক্রম এটি।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন