২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

‘কৃত্রিম বুদ্ধিমত্তা’যুক্ত ভিভোর নতুন ফোন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৩৩ অপরাহ্ণ, ০৬ ডিসেম্বর ২০১৮

বাংলাদেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ক্যামেরা সংবলিত স্মার্টফোন নিয়ে এলো চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো।

ভিভোর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়াই সিরিজের নতুন এই স্মার্টফোনে ফেস বিউটি, গুগল লেন্স আর আর পেছনে রয়েছে ১৩+২ মেগাপিক্সেল ক্যামেরা; যা ব্যবহারকারীদের প্রফেশনাল মানের ছবি এবং গ্রুপ সেলফি তোলার সুবিধা দেবে।

পাশাপাশি হ্যালো ফুল ভিউ ডিসপ্লের ফোনটির রয়েছে ৬.২২ ইঞ্চি পর্দা যা গেম এবং ভিডিও উভয় ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে বলে কর্মকর্তাদের দাবি।

ভিভো বাংলাদেশের বিপণন বিভাগের প্রধান হেরি জানান, ওয়াই ৯৫ গ্রাহকদের ফ্ল্যাগশিপ মানের নতুন প্রযুক্তির অভিজ্ঞতা উপহার দেবে।

ওয়াই ৯৫ প্রজুক্তিপ্রেমীদের প্রত্যাশাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। দীর্ঘ সময় চার্জ ব্যাকআপের জন্য ফোনটিতে রয়েছে ৪ হাজার ৩০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।

পেছনে রয়েছে একটি ফ্ল্যাগশিপ মানের ফিংগার প্রিন্ট সেন্সর, ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রমের ফোনটির দাম ২২৯৯০ টাকা। স্টেরি ব্ল্যাক ও নেবুলা পারপেল দুটি গ্র্যাডিয়েন্ট রঙে পাওয়া যাচ্ছে ফোনটি।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন