২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কোথাকার অপরেশন কোথায় করলেন চিকিৎসক!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৪৮ অপরাহ্ণ, ১১ ফেব্রুয়ারি ২০১৯

পায়ের ক্ষত নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন এক নারী। প্রাথমিকভাবে দেখার পর অপারেশনের কথা বলেন চিকিৎসক। তবে অপারেশনের পরে দেখা গেল ক্ষতওয়ালা পায়ে নয় অন্য পায়ে অপারেশন করেছেন চিকিৎসক। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের ওড়িশা রাজ্যের কেওনঝাড় জেলায়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, দিন দুয়েক আগে আনন্দপুর মহকুমা হাসপাতালে যান খাবিল গ্রামের বাসিন্দা মিতারানি জেনা। প্রাথমিকভাবে চেকআপ করে রোগীর অবস্থা দেখার পর চিকিৎসকরা অপারেশনের কথা বলেন।

রোগীর বয়ান অনুযায়ী, ‘অজ্ঞান করার জন্য প্রথমে আমাকে ড্রেসিং রুমে নিয়ে যাওয়া হয়। যখন আমার জ্ঞান ফেরে তখন দেখলাম আমার বা পায়ের বদলে ডান পায়ে অস্ত্রোপচার করা হয়েছে।’

এরপরেই ওই নারীর স্বামী ত্রিলোচান জেনা হাসপাতালে অভিযোগ জানান। তিনি বলেন,‘ক্ষতযুক্ত পায়ে অস্ত্রপচারের কথা থাকলেও চিকিৎসক আমার স্ত্রীর দুই পাই অচল করে দিয়েছে।’

ওই নারী জানান, ‘ওই মেডিকেল স্টাফের অজ্ঞতার জন্য আমি হাঁটতে পারছি না। তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত।’ তবে চিকিৎসকরা জানিয়েছেন ভালোভাবে হাঁটতে তার আর কয়েকদিন সময় লাগবে।

অন্যদিকে হাসপাতালের মেডিকেল অফিসার ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন