১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কোয়ারেন্টিন থেকে পালিয়ে কামড়ে নারীকে হত্যা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:৫০ অপরাহ্ণ, ২৮ মার্চ ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কায় ভারতের তামিলনাড়ু রাজ্যে বাড়িতে কোয়ারেন্টিনে থাকা এক ব্যক্তি পালিয়েছে। শুক্রবার রাতে থেনি জেলার ওই বাসিন্দা পালিয়ে যায়। পরে ৯০ বছরের এক নারীর গলায় কামড়ে তাকে হত্যা করে ওই ব্যক্তি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
পুলিশ জানায়, কোয়ারেন্টিনে থাকা ওই ব্যক্তি এক সপ্তাহ আগে শ্রীলঙ্কা থেকে ফিরেছে। সে মানসিকভাবে অসুস্থ। কোভিড-১৯-এ যাতে আক্রান্ত না হয়, তাই তাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। পেশায় সে টেক্সটাইল ব্যবসায়ী।
পুলিশ আরও জানায়, শুক্রবার শেষ রাতের দিকে বাড়ি থেকে পালিয়ে যায় ওই ব্যক্তি। পালানোর সময় বাড়ির বাইরে ঘুমন্ত ৯০ বছরের এক নারীকে গলায় কামড়াতে থাকে। ওই নারীর কান্না ও চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে আসে এবং তাকে আটক করে।
পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়। কামড়ে আহত নারীকে থেনি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন