২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

ক্যান্সার আক্রান্ত বরগুনার মেধাবী তানিয়া বাঁচতে চান

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, ২৬ ফেব্রুয়ারি ২০২০

‘আমার বাঁচতে ইচ্ছা করে। কিন্তু অন্যের সাহায্য নিয়ে জীবন চালাতে হবে, এটা আমি কখনোই ভাবি নাই।’- এভাবেই বাঁচার জন্য আকুতি জানান তানিয়া। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ইডেন মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের মেধাবী শিক্ষার্থী তানিয়া তালুকদার।

বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার লেমুয়া গ্রামের মেধাবী ছাত্রী তানিয়া তালুকদার। বাবা আঃ রব তালুকদার এবং মা হোসনেয়ারা বেগম। ছোটবেলায় মা হারিয়ে বাবার কাছে বড় হয়েছেন, স্বপ্ন দেখছেন লেখা পড়া শেষে চাকরি করে দরিদ্র পরিবারে সচ্ছলতা আনবেন, বাবার মুখে হাসি ফোটাবেন। বিসিএস-সহ বিভিন্ন চাকরির জন্য প্রস্ততিও নিচ্ছিলেন তিনি। তবে সেই স্বপ্ন এখন দুঃস্বপ্ন। দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।

দ্রুত চিকিৎসা শুরু করলে সুস্থ জীবনে ফেরার সম্ভাবনা রয়েছে তার। এ জন্য প্রয়োজন প্রায় ৩০-৩৫ লাখ টাকা। কিন্তু ব্যয়বহুল এই চিকিৎসা করার সক্ষমতা নেই তানিয়ার পরিবারের।

মা-হারা মেয়েকে বাঁচাতে সরকারসহ বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন তানিয়ার বাবা।

তানিয়ার জন্য সাহায্য পাঠানোর ঠিকানা-
বিকাশ নম্বর : 01783961332, 01838781614 , 01521579987

রকেট নম্বর : 019386261797

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন